বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দেশব্যাপী ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে স্থানীয় উপজেলা শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা কমিটির সভাপতি অশোক কুমার আগরওয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুন মোবারকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, সদস্য কমরেড তাজুল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য মিতা হাসান, সিপিবির পলাশবাড়ী কমিটির সভাপতি আদিলুর রহমান নান্নু, গোবিন্দগঞ্জ উপজেলা কৃষক নেতা রেজাউল করিম রাজু ও ক্ষেতমজুর সমিতির নেতা ওহেদুন্নবী মিলন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই