'স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে এন্টিমাইক্রোরিয়াল রেজিস্ট্যান্স সমস্যা প্রতিকার ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে 'বাংলাদেশ হেল্থ ওয়াচ' এর সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারং কল্যাণ সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।
এসময় তিনি বলেন, ডিগ্রিধারী ডাক্তারের পরামর্শ ছাড়া লোকাল কোনো ফার্মেসি বা পল্লী চিকিৎসকের পরামর্শে এন্টিবায়োটিক গ্রহণ করা যাবে না। মাত্রাতিরিক্ত এন্টিবায়োটিক সেবনের ভয়াবহতা তুলে ধরেন তিনি এবং অতিরিক্ত এন্টিবায়োটিক সেবনে মানবদেহ ঔষধের কার্যকারিতা হারায় বলে মন্তব্য করেন।
আলোচনা সভায় নিউরো মেডিসিন বিশেষজ্ঞ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মো. রুবেল, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, জেলায় কর্মরত পল্লী চিকিৎসক, ফার্মাসিস্ট, ডায়াগনস্টিক সেন্টার কতৃপক্ষ, বিভিন্ন মন্দির পুরোহিত, মাদ্রাসার আলেম, ছাত্র প্রতিনিধি সহ জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, স্বাস্থ্য অধিকার যুব ফোরাম সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল