চুয়াডাঙ্গা পৌরসভা রেলবাজার মাংস ব্যবসায়ীদের ব্যবসার কর্মপরিবেশ উন্নয়নে ‘সেড ও ড্রেন উদ্বোধন’ করা হয়। রবিবার বেলা ১২টায় রেলবাজার কাঁচাবাজারে অবস্থিত মাংস পট্টিতে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাহাবুদ্দিন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি স্থানীয় মাংস ব্যবসায়ীদের উদ্দেশ্যে রোগজীবাণু ও সংক্রমক রোগের প্রাদুর্ভাবরোধে নির্দিষ্ট স্থানে গবাদিপশু জবাই করার নির্দেশ দেন এবং অসুস্থ পশু জবাইয়ে নিষেধাজ্ঞা প্রদান করেন। নতুন সেডের রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সংশ্লিষ্ট মাংস ব্যবসায়ী ও চুয়াডাঙ্গা পৌরসভাকে দায়িত্ব প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক ডা. এ.এস.এম শহীদ, মনিটরিং এন্ড রেজাল্ট ম্যানেজমেন্ট অফিসার মো. পলাশ মিয়া, ভেল্যু চেইন ফ্যাসিলিটেটর (নিরাপদ মাংস) মো. শাহিনুল ইসলাম, সংশিষ্ট সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট সুধিজন, মিডিয়া ব্যক্তিত্ব ও বাজার কমিটির সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল