ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে নগরকান্দার ঢাকা-বরিশাল মহাসড়কের বাসাগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ফরিদপুর থেকে ভাঙ্গাগামী আলিম মিম নামের যাত্রীবাহী লোকাল বাসকে চাপা দিলে বাসটি সড়কের পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন দুটি বাসের কমপক্ষে ৩০ জন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে অংশ নিয়েছে।
নগরকান্দা থানার ওসি জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুইজনের লাশ ফরিদপুর মেডিকেল করেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম