ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘মাদক রোধ ও নৈতিক মূল্যবোধের বিকাশ’ শীর্ষক সিরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। আলোচক হিসেবে বক্তব্য দেন ডা. নাবিল একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. নাবিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব। আরো উপস্থিত ছিলেন সেমিনার বাস্তবায়ন কমিটির সভাপতি ও পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
সেমিনারটি তিনটি অধিবেশনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনের পর প্রথম অধিবেশনে মাদক ও স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে আলোচনা করেন ডা. নাবিল। দ্বিতীয় অধিবেশনে নৈতিক মূল্যবোধের বিকাশ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে হযরত মুহাম্মদ (সা.)-এর সিরাতের ভূমিকা বিষয়ে সুদীর্ঘ আলোচনা পেশ করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এ সময় হাফিজ ছাত্রদের তিলাওয়াত ও ডুয়েট মসজিদ থেকে হিফজকৃত হাফিজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়। পরে প্রশ্নোত্তর পর্ব ও দোয়া অনুষ্ঠিত হয়। তৃতীয় অধিবেশনে ক্বিরাত, হামদ, নাত ও কাওয়ালী পরিবেশন করা হয়। সেমিনার বাস্তবায়ন কমিটির সদস্য-সচিব ও ডুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ