রাজবাড়ীতে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে জেলার বরাট ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে বরাট ফুটবল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। বরাট ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমদু খৈয়ম।
সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নঈম আনসারী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কে এ সবুর শাহীন, জেলা মহিলা দলের সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, জেলা যুবদলের সভাপতি আয়রুল আনাম বকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জনসভায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনিপর যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবীব, যুগ্ন আহবায়ক মো. আকমল হোসেন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দীন ডিউক, জেলা কৃষক দলের আহবায়ক আইয়ুবুর রহমান আয়ুব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ, বিএনপি নেতা মো. দিয়াজ আলী শেখ, মো. ইউনুছ হোসেন টিক্কা, সাচ্চু বিশ্বাস উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ