জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার শাখার উদ্যোগে বুধবার বিকেলে শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ সদর, কামারখন্দ ও কাজিপুর উপজেলায় আহত ও শহীদ পরিবারের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সমন্বয়ক ও স্বাস্থ্য উপকমিটির সদস্য মেহেদী হাসান মুনতাসিরের সভাপতিত্বে ও জেলা সমন্বয়ক সালমান জোয়ারদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বাস্থ্য উপ-কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রধান মাশরাফি, নিটর হাসপাতালের ছাত্র প্রতিনিধি রিফাত লোদী, স্বাস্থ্য উপ-কমিটির জেলা সদস্য মুসা হাসেমী, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান, আহত শিক্ষার্থী তানজিন প্রমুখ।
সভায় স্বাস্থ্য উপ-কিমিটির নেতৃবৃন্দ বলেন, আহতদের চিকিৎসা ও শহীদের পরিবারকে আগামী ১৫ দিনের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ জন্য আহতদের সঠিক চিকিৎসার প্রমাণপত্র দাখিলের নিমিত্তে ফরম বিতরণ এবং পুরণপূর্বক দ্রুত জমা প্রদানের নির্দেশনা দেয়া হয়। একই সাথে উন্মুক্ত সভায় আহতদের সমস্যার কথা শুনে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন অন্তবর্তীকালীণ সরকার গঠিত স্বাস্থ্য উপ-কমিটির নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম