চাঁদপুরে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও লাইসেন্সের নবায়ন না থাকায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে শহরে বাস স্ট্যান্ড স্বর্ণখলা রোডে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, বিএসটিআই লাইসেন্স নবায়ন না থাকা ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে মধুফুড এন্ড কনফেকশনারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদ করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/মুসা