শেরপুরের নালিতাবাড়ীতে ৬৫০ বোতল ভারতীয় মদসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার ভারত সীমান্তঘেঁষা আন্ধারুপাড়া খলচান্দা এলাকা থেকে মদসহ ওই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই চোরাকারবারীর নাম মো. ওয়াসিম। তিনি উপজেলার আন্ধারুপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
পুলিশ জানায়, রবিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার ভারত সীমান্তঘেঁষা আব্ধারুপাড়া খলচান্দা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য চোরাকারবারী পালিয়ে গেলেও ভারত থেকে পাচারকালে বস্তায় ভর্তি কার্টুনে ৬৫০ বোতল ভারতীয় মদসহ ওয়াসিম নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা চোরাকারবারীকে ভোরে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল