নীলফামারীর উত্তরা ইপিজেডে খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান সনিক বাংলাদেশ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে গতকাল এ সিদ্ধান্ত নেয় কারখানা কর্তৃপক্ষ। সনিক বাংলাদেশের পরিচালক মি. সু ইয়ংবাও পোলো স্বাক্ষরিত নোটিসে এ তথ্য জানানো হয়। এর আগে শ্রমিক ছাঁটাই বন্ধ, টিফিন ভাতা প্রদান, পিসি কমিটি গঠনসহ ৯ দফা দাবিতে ১৬ নভেম্বর থেকে আন্দোলন শুরু করেন সনিক ফ্যাক্টরির শ্রমিকরা। বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নেন শ্রমিকরা। পরে জেলা প্রশাসকের কাছে ৯ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন তারা। শ্রমিকদের অভিযোগ, বিনা কারণে তাদের দুই সহকর্মীকে ছাঁটাই করা হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক আলামিন ইসলাম বলেন, যখন তখন শ্রমিক ছাঁটাই আর সহ্য করা হবে না। ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার বলেন, আলোচনা চলছে এবং দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বাড়তি পুলিশ রাখা হয়েছে।