গাইবান্ধার সুন্দরগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। গতকাল গাইবান্ধার ১ নম্বর রেলগেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, ৪ সেপ্টেম্বর রাতে সুন্দরগঞ্জের প্রত্যন্ত গ্রামের ওই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার পর এতদিন পেরিয়ে গেলেও জড়িতরা এখনো ধরাছোঁয়ার বাইরে। ছাত্রফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাস এতে সভাপতিত্ব করেন।