রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতার সম্পদের তথ্য চেয়ে জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২ আগস্ট চিঠিতে স্বাক্ষর করেন ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন। ১০ আগস্ট চিঠিটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়। নাম থাকা নেতাদের মধ্যে রয়েছেন- এএইচএম খায়রুজ্জামান লিটন, আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, রকি কুমার ঘোষ, রাশিক দত্ত, জহিরুল হক রুবেল, বাপ্পী চৌধুরী, মহিদুল ইসলাম মোস্তফা।