নীলফামারী পৌরসভার কাজের গতি বাড়াতে ১০ কর্মীকে সাইকেল দেওয়া হয়েছে। গতকাল দুপুরে পৌরসভা চত্বরে কর্মীদের হাতে সাইকেল তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবির, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, নীলফামারী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান প্রমুখ।