ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার আসামি মাসুক মিয়া হাতকড়াসহ পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নূরপুরে এ ঘটনা ঘটে। হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। মাসুক মিয়া উপজেলার গোকর্ণ ইউনিয়ন পরিষদ সদস্য ও নূরপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে চাঁদাবাজির তিনটি মামলা রয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই কামাল, কনস্টেবল মিজানুর রহমান ও ইমরুল কায়েস। তারা নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাসিরনগর থানার এসআই কামাল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল নূরপুর গ্রামে মাসুক মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে হাতকড়া পরায়। এ সময় মাসুকের স্বজনরা পুলিশকে ঘিরে ফেলে এবং হামলা চালায়। হাতকড়াসহ মাসুক কৌশলে পালিয়ে যায়।
নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, মাসুক মিয়ার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। স্থানীয় লোকজন, তার আত্মীয়-স্বজন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। একপর্যায়ে আসামি কৌশলে পালিয়ে যায়। হাতকড়াসহ পালিয়েছে এ অভিযোগ সঠিক না।