চাঁদপুরের কচুয়ায় মাদরাসা থেকে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত সুমন (৩১) ও মহসিন (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাদের চাঁদপুর আদালতে সোপর্দ করার কথা জানিয়েছেন কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম। সুমন উপজেলার গোহট উত্তর ইউনিয়নের মৃত বাবুল মিয়ার আর মহসিন আবদুল হালিমের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল সন্ধ্যায় গৃহবধূ (৩০) মাদরাসা থেকে নিখোঁজ তার ১০ বছর বয়সি ছেলেকে খুঁজতে বের হন। একপর্যায়ে তিনি মুন্সিবাড়ি গেলে অভিযুক্তরা তার ছেলেকে পরিত্যক্ত একটি ঘরে লুকিয়ে থাকতে দেখেছেন বলে সেখানে নিয়ে যান। সেখানে গেলে গৃহবধূকে দুই যুবক জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। সম্মানহানির ভয়ে বিষয়টি প্রথমে গোপন রাখার চেষ্টা করেন। কয়েক দিন পর ঘটনাটি জানাজানি হলে ওই গৃহবধূ পরিবারের লোকদের পরামর্শে ৩০ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দেন।
পুলিশ বৃহস্পতিবার ভোরে উপজেলার রহিমানগর থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করে। ভুক্তভোগী ওই গৃহবধূ পুলিশকে জানান, তার নিখোঁজ ছেলেকে পরে মাদরাসা এলাকায় খুঁজে পাওয়া যায়।