কলাপাড়ায় ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল সন্ধ্যায় প্রায় ২০ একরের স্ক্র্যাপ শেডে আগুন ধরে যায়। লেলিহান শিখা দেখে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আগুনে ১৩-১৪টি ডিউটি পোস্ট ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
কলাপাড়ার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ভূঁইয়া জানান, মূল পাওয়ার প্লান্টের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি নাশকতা কি না এখনই বলা যাচ্ছে না।