পাবনার চাটমোহরে রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ছগির প্রামাণিক (৬৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। চাটমোহর স্টেশনের এক কিলোমিটার পুবে জগতলা গ্রামে গতকাল এ দুর্ঘটনা ঘটে। ছগির প্রামাণিক জগতলা পূর্বপাড়া গ্রামের মৃত খোরজান প্রামাণিকের ছেলে। স্থানীয়রা জানান, ছগির শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রতিদিন সকালে তিনি বাড়ির পাশে রেললাইনে হাঁটতেন। রবিবার সকালে হাঁটার সময় রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা সিরাজগঞ্জ জিআরপি থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে। সিরাজগঞ্জ জিআরপি পুলিশের ওসি দুলাল উদ্দিন বলেন, এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।