পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকাডুবির ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ ও ডুবুরি দল।
নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার কোলচচোড়ী গ্রামের হৃদয় খান (২৩) ও তার স্ত্রী মাসুদা মাহজাবিন মৌ (১৯)। মৌ আতাইকুলা থানার বনগ্রামের মনিরুজ্জামান মানিকের মেয়ে।
পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার বিকালে সুজানগর উপজেলার সাতবারিয়ায় পদ্মা নদী এলাকায় বেড়াতে যান অনেকেই। একপর্যায়ে তারাসহ ২০ থেকে ২৫ জন শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। নৌকায় থাকা অবস্থায় নদীর মাঝখানে হঠাৎ করে পদ্মা নদীর স্রোতে নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতরে নদী পার হয়ে তীরে উঠতে পারলেও হৃদয় খান ও তার স্ত্রী নিখোঁজ হন।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, লাশ দুটি উদ্ধারের পর থানায় নিয়ে আসা হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়।