গাজীপুরের গাছা থানার জাঝর এলাকায় বৃহস্পতিবার রাতে মাদক কারবারি ও ছিনতাইকারী গ্রেপ্তার অভিযানে পুলিশের ওপর হামলা হয়েছে। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন গাছা থানার কনস্টেবল মোস্তফা কামাল। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাছা থানায় গতকাল সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।