বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে দুজনকে গণপিটুনি দিয়ে সোপর্দ করা হয়েছে পুলিশে। চাঁপাইনবাবগঞ্জ এবং মাদারীপুরে গ্রেপ্তার হয়েছেন দুজন। তারপরও থামছে না শিশু ধর্ষণ। প্রতিনিধিদের পাঠানো খবর- চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ উপজেলার কাগমারি এলাকায় বাকপ্রতিবন্ধী শিশুকে মুখে গামছা পেঁচিয়ে আমবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তাদের মধ্যে দুজন কিশোর ও একজন শিশু। ধর্ষণের ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে। সিদ্ধিরগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে সেলিম মিয়া (৫০) নামে একজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশে দেওয়া হয়েছে। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। চকলেট কিনে দেওয়ার প্রলোভনে ইব্রাহিম নামে এক কাঁচামাল ব্যবসায়ী গত বৃহস্পতিবার রূপসী বাগবাড়ি এলাকায় শিশুটিকে ধর্ষণ করেন। মাদারীপুর : শিবচরে ক্লিনিকের নার্স ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে (৪২) বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
লাকসাম : কুমিল্লার নাঙ্গলকোটের দৌলতপুরে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণে অভিযুক্ত সামসুদ্দিন আলাউদ্দিনের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লিরা। ঝিনাইদহ : শৈলকুপায় ভয় দেখিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর পরিবার থানায় এজাহার দায়ের করেছে। ফরিদপুর : বোয়ালমারীতে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে।