চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে গতকাল ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ টাকা মূল্যের ১৮টি স্বর্ণেরবার জব্দ করেছে বিজিবি। এসব স্বর্ণের ওজন দুই কেজি ৪১১ গ্রাম। এ সময় দুজনকে আটক করেছে বিজিবি। তারা হলেন রফিকুল ইসলাম (৪২) ও লিটন খান (২৬)। গতকাল ৬ বিজিবি সদর দপ্তরের সামনে ঢাকা-চুয়াডাঙ্গা রুটের পূর্বাশা পরিবহন নামের যাত্রীবাহী বাস থেকে এদের আটক করা হয়। ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মো. নাজমুল হাসান এ তথ্য জানান।