জয় বাংলা ব্রিগেডের সদস্য লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে বুধবার রাতে ঢাকার খিলক্ষেত এবং সোবহানবাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আবু বক্কর সিদ্দিক শ্যামল (৪২) হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। কামরুল হাসান (৩২) পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা গ্রামের ফজলুল হকের ছেলে। উভয়ই জয়বাংলা ব্রিগেডের সক্রিয় সদস্য।