কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর-নূরপুর কবরস্থানের দুটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। সোমবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় দুই বছর আগে বার্ধক্যের কারণে মারা যান পশ্চিমনগর সাঁওতা গ্রামের মৃত আবদুস সাত্তারের স্ত্রী ছারা খাতুন (৮৫)। মাসখানেক পরে তাঁর নাতির ছেলে রাতুলের (১৪) মৃত্যু হয়। তাদের লাশ পাশাপাশি দাফন করা হয়েছিল। গতকাল ফজরের নামাজ শেষে কবর জিয়ারত করতে এসে লোকজন দেখেন তাদের কবরের মাঝখানে কুয়ার মতো গর্ত, ভিতরে দেহাবশেষ নেই। ওসি সোলায়মান শেখ বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।