চৌদ্দগ্রামের নোয়াবাজারে পেট্রলবোমা হামলায় বাসের আট যাত্রী নিহতের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। কুমিল্লা নগরীর শাকতলা এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার ও তার ছেলে যুবলীগ নেতা নেয়ামত উল্লাহ মজুমদার রুমি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।