চাঁদপুরের বাবুরহাট ও ওয়্যারলেস বাজারে অভিযান চালিয়ে গতকাল চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করে টাস্কফোর্স। এর মধ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ ছাড়া বেকারি সামগ্রী তৈরি করায় মুসলিম বিস্কুট অ্যান্ড বেকারিকে ৮ হাজার, মূল্যতালিকা না থাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ২ হাজার, মাংস ব্যবসায়ী শরিফ খানকে ১ হাজার এবং রুবেল ঢালীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।