দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের নিচে গতকাল সন্ধ্যায় অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে মা ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। তারা হলেন, অটোচালক আনিসুর রহমান (২৩) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার আশরাফুলের স্ত্রী কাকলি আক্তার (৩৫) ও ছেলে আরিয়ান রাফি (৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি ব্রিজের ওপর দিয়ে ওল্টো পথে হিমাচল নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। টাঙ্গাইল : রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। তারা হলেন- সদর উপজেলার রাকিব (২৪) ও রেজবি (২৪)। এদিকে ভূঞাপুরে নসিমন গাড়ি ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে হুজাইফা আলিফ মন্ডল (১২) নামে মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। সকালে যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের বাগবাড়ীতে এ ঘটনা ঘটে। হুজাইফা উপজেলার ভাদুরীচর পশ্চিম পাড়ার একলাছের ছেলে। সিলেট : সিলেট-ঢাকা মহাসড়কে ফকিরেরগাঁও এলাকায় সকালে রোলারের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। চাঁদপুর : কচুয়া-গৌরিপুর সড়কে পিকাআপ ভ্যানের চাপায় মোহাম্মদ মহসিন (৩৮) নামে যুবকের মৃত্যু হয়েছে। সকালে ওই সড়কের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহসিন ডাকাত দলের সদস্য বলে জানিয়েছেন কচুয়া থানার ওসি আবদুল হালিম। মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের গোলড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নাসির হোসেন (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নাসির দৌলতপুরের বাচামারা এলাকার বাসিন্দা।