পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নীলফামারীর উদ্যোগে শহরের বড় মাঠে মাসব্যাপী শুরু হয়েছে ‘পুনাক শিল্প ও বাণিজ্য মেলা’। গতকাল বিকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলাম প্রমুখ।