রূপগঞ্জে প্রভাব বিস্তার ও আড়ত দখল নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় জিপ গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেওয়া হয়। এ সংঘর্ষে রাফি আহমেদ স্বপন ও রাজু ভুইয়া নামে দুজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন সাওঘাট এলাকায় বিসমিল্লাহ আড়ত নিয়ে জমির মালিক সেলিম প্রধানের সঙ্গে ভাড়াটিয়া মুজিবর রহমানের বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল দুপুরে উভয় পক্ষের লোকজন ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ২২ জন আহত হন। এদের মধ্যে রাজু ও স্বপনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এএসপি মেহেদী ইসলাম বলেন, সেলিম প্রধানের সঙ্গে মুজিবর রহমানের বিসমিল্লাহ আড়ত নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। যেহেতু এখানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে আমরা অস্ত্র উদ্ধারের চেষ্টা চালাব।
ইউএনও সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।