ঝিনাইদহে নিখোঁজের সাতদিন পর একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে রুবেল হোসেন (৩০) নামের এক যুবকের লাশ। গতকাল দুপুরে সদর উপজেলার বাদপুকুর গ্রামের সোহেল মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত রুবেল ওই গ্রামের পিন্টু মিয়ার ছেলে। জানা যায়, গত ১১ জানুয়ারি নিখোঁজ হন রুবেল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। গতকাল দুপুরে সোহেল মিয়ার পরিত্যক্ত বাড়িতে কাজ করার সময় শ্রমিকরা দুর্গন্ধ পান। পরে তারা স্থানীয়দের খবর দেন। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা বাড়ির সেপটিক ট্যাংকের ভিতরে ওই যুবকের লাশ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ‘ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।’