আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ইউ-গো এবং জাগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত জাগো উইমেন স্কলারশিপ প্রোগ্রামের আওতায় ‘ব্রিজিং ফিউচার্স : জাগো উইমেন স্কলার্স কনেক্ট’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে এটি অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে একত্রিত হন স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের একাংশ ও এই উদ্যোগের পৃষ্ঠপোষকরা এবং তুলে ধরেন তাদের অভিজ্ঞতা। এই উদ্যোগটির মূল লক্ষ্য বাংলাদেশের মেয়েদের উচ্চশিক্ষার পথে অন্তরায় দূর করা এবং একটি উজ্জ্বল ভবিষ্যত গঠনের পথ উন্মোচন করা।
২০২২ সালে শুরু হওয়া এই স্কলারশিপ প্রোগ্রামটি দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল নারী শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করছে। মাসিক বৃত্তির পাশাপাশি এই প্রোগ্রামের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও পরামর্শদান কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত সাফল্যের জন্য প্রস্তুত করা হয়। এ পর্যন্ত ২৭৬ জন শিক্ষার্থী এই সুবিধা পেয়েছেন এবং চলমান তৃতীয় কোহর্টের মাধ্যমে প্রোগ্রামটির প্রভাব আরও বিস্তৃত হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই