তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ হলো ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৫’। দেশের তরুণ সমাজকে ফিটনেসের প্রতি আর আগ্রহী করতে এ চ্যাম্পিয়নশিপের আয়োজন করে আরএফএলের স্পোর্টস চেইন শপ দুরন্ত স্পোর্টস গ্যালারি। এবারের আসরে কো-পার্টনার দুরন্ত বাইসাইকেল, পাওয়ার্ড বাই ক্লিক এবং ভেন্যু পার্টনার হিসেবে ছিল পল’স ফিটনেস সেন্টার।
সম্প্রতি (২ ফেব্রুয়ারি) ঢাকার আফতাবনগরে পল‘স ফিটনেস সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে ‘টিম অনিক’কে পরাজিত করে ‘ব্লু ঢাকা’ চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। চ্যাম্পিয়নশিপে মোট ৬৪টি দল অংশগ্রহণ করে।
চ্যাম্পিয়নশিপ আয়োজন প্রসঙ্গে আরএফএল রিটেইল-এর হেড অফ মার্কেটিং শফিক শাহিন বলেন, ‘দুরন্ত স্পোর্টস গ্যালারির এই উদ্যোগ নতুন প্রতিভা খুঁজে বের করতে সহায়ক হবে। এ ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে খেলাধুলার সাথে যুক্ত হতে এবং ক্রীড়া কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত করবে, যা তাদের মাদক ও মোবাইল গেমে আসক্তি থেকে দূরে রাখবে। দুরন্ত স্পোর্টস গ্যালারি ক্রীড়া ও ফিটনেসের প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও আমরা সারা বাংলাদেশে এ ধরনের ক্রীড়া ও ফিটনেস ইভেন্ট আয়োজন করবো।’
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপের রিটেইল চেইন এর প্রধান পরিচালন কর্মকর্তা রাহাত জাহান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও দক্ষিণ এশীয় গেমস মেডেলিস্ট মো. রইস উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন দুরন্ত স্পোর্টস গ্যালারির হেড অফ বিজনেস মো. সিরাজুল গনিসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/জামশেদ