চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মব সৃষ্টি করে লিটন কুমার চৌধুরী নামে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলা করেছে একদল দুর্বৃত্ত। রবিবার রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁর ওপর হামলার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া হয়। হামলার শিকার লিটন দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি। তিনি সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।
হামলা ঘটনার ভিডিওতে দেখা যায়, ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত লিটনকে ‘আওয়ামী লীগের দাালাল, মিথ্যা নিউজের হোতা’সহ বিভিন্ন কথা বলতে বলতে অশ্লীল ভাষায় গালাগাল করছেন। একপর্যায়ে এদের মধ্যে কয়েকজন তাঁকে মারধর করতে থাকেন। এ বিষয়ে সাংবাদিক লিটনের ছেলে রাকেশ চৌধুরী বলেন, ‘আমরা কালীপূজা উপলক্ষে পরিবারের সবাইকে নিয়ে সীতাকুণ্ড পৌরসভার বাড়িতে আসি। রবিবার রাতে ঘরের সামনে দাঁড়িয়ে মোবাইল দেখছিলেন বাবা (লিটন)। এ সময় একদল যুবক এসে বাবাকে মারতে শুরু করে। আমি ও আমার চাচাতো ভাই বাবাকে রক্ষা করতে গেলে আমাদেরও মারতে থাকে। পরে বাবাকে ধরে থানায় নিয়ে যায় হামলাকারীরা।’ এদিকে ঘটনার বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান জানান, রবিবার রাতে কয়েকজন যুবক রক্তাক্ত অবস্থায় লিটন চৌধুরীকে থানায় নিয়ে আসেন। কিন্তু তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। পরে তাঁকে চিকিৎসার জন্য প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলার বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।