দেশে প্রাপ্তবয়স্কদের ১৯ শতাংশ ও শিশু-কিশোরদের ১৪ দশমিক ৫ শতাংশ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। রোগের তীব্রতা না বাড়লে মানুষের মাঝে চিকিৎসা গ্রহণের প্রবণতা কম, যা ৯২ শতাংশ। এটি ছাড়াও আরও চারটি সমস্যা রয়েছে। সেগুলো হলো চিকিৎসা ক্ষেত্রে প্রতিকূল পরিবেশ, স্বাস্থ্যসেবায় জনবল স্বল্পতা, রেফারেল ও বাজেট সমস্যা। ‘বিপর্যয় এবং জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে চিকিৎসক ও বিশেষজ্ঞদের আলোচনায় এ তথ্য উঠে এসেছে। গতকাল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সভাকক্ষে এর আয়োজন করে দৈনিক কালের কণ্ঠ। আয়োজনে সহায়তা করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর সদস্যসচিব অধ্যাপক ডা. মো. নিজামউদ্দিন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ, আল-মানার হাসপাতালের মনোরোগ বিভাগের সিনিয়র প্রধান পরামর্শদাতা ডা. মো. আসাদ-উজ-জামান, ডা. মো. জোবায়ের মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান মো. শাহানূর হোসেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর আলম, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক (সেলস) আশরাফ উদ্দিন আহমেদ ও কালের কণ্ঠের পরিকল্পনা সম্পাদক মাহবুবুল হক। গোলটেবিল বৈঠকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী দেশের মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মুনতাসীর মারুফ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা পরবর্তী মানসিক স্বাস্থ্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. আরিফুজ্জামান।
অনুষ্ঠানে ডা. মাহবুবুর রহমান বলেন, দেশে বর্তমানে প্রতি ১ লাখ মানুষের জন্য মাত্র শূন্য দশমিক দুজন মনোরোগ বিশেষজ্ঞ আছেন। মানসিক স্বাস্থ্যসেবায় নার্স আছেন মাত্র শূন্য দশমিক পাঁচজন। দেশের মোট স্বাস্থ্য বাজেটের মাত্র শূন্য দশমিক ৪৪ শতাংশ মানসিক স্বাস্থ্যের জন্য বরাদ্দ। দেশের জেলা সদর হাসপাতালে কোনো মনোরোগ বিশেষজ্ঞ নেই। আগামী ১০ বছরেও আমরা উপজেলায় তাদের দিতে পারব কি না সন্দেহ।