বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে সিঙ্গাপুরে পাচার ও বিক্রির অভিযোগে গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার বাসন থানাধীন পালের মাঠ এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতাররা হলেন গাজীপুরের শ্রীপুর থানার নিমুরিয়া গ্রামের মো. সুলতান উদ্দিনের ছেলে মো. মাহাবুবুর রহমান (৩০) এবং জয়দেবপুর থানার কাতিয়া এলাকার মো. নিয়ামত উল্লাহর ছেলে মো. সোয়াইব (২৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বামীর সংসারের অভাব-অনটন দূর করে আর্থিক স্বচ্ছলতা আনতে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন গাজীপুরের কামরুন্নেছা ঝুমকা (২৫) নামের এক গৃহবধূ। এ লক্ষ্যে তিনি ও তার পরিবার স্থানীয় এক ব্যক্তি মাহাবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। মাহাবুবুর রহমান নিজেকে ‘সিটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস’ নামের একটি এজেন্সির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দিয়ে সিঙ্গাপুরে পাঠানোর প্রলোভন দেখান এবং উচ্চ আয়ের আশ্বাস দেন। এরপর ঝুমকার পরিবার দেড় লাখ টাকা পরিশোধ করলে গত ৭ জুলাই ওই ট্রাভেলস এজেন্সির মাধ্যমে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। কিছুদিন পর ঝুমকার পরিবার জানতে পারে, সংঘবদ্ধ ওই চক্রটি কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে পাঠানোর কথা বলে ভুয়া কাগজপত্র তৈরি করে তাকে বিদেশে পাঠায়। পরে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে অন্যত্র বিক্রি করে দেওয়া হয়। পরবর্তীতে সিঙ্গাপুর পুলিশ ঝুমকাকে আটক করে কারাগারে পাঠায় বলে জানা যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা সাহেরা বেগম বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানায় মামলা দায়ের করেন।
এতে আরও জানানো হয়, এ ঘটনায় গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বাসন থানার পালের মাঠ এলাকা থেকে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। এ ঘটনায় জিএমপির বাসন থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ