বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাচন আজ। বিকেএমইএ’র ২০২৫-২০২৭ মেয়াদের এ নির্বাচন দুটি আলাদা ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্র দুটি হলো- ঢাকায় বাংলামোটর বিকেএমইএ ভবন ও নারায়ণগঞ্জের চাষাঢ়া বিকেএমইএ ভবন কেন্দ্র। এবারের নির্বাচনে চূড়ান্ত ভোটার সংখ্যা ৫৭২ জন। এর মধ্যে নারায়ণগঞ্জে ২৭২, ঢাকায় ২২৪ ও চট্টগ্রামে ৭৬ জন। বিকেএমইএ’র ৩৫টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটে নির্বাচিত ৩৫ পরিচালকের মধ্য থেকে পরে বিকেএমইএ সভাপতি, নির্বাহী সভাপতি এবং সাতজন সহসভাপতিসহ নয়জন নির্বাচিত হবেন।
নির্বাচনে বিকেএমইএ’র ৩৫টি পরিচালক পদে ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ৩৫জনই প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স জোটের প্রার্থী। এ জোটের নেতা মোহাম্মদ হাতেম। তিনি নারায়ণগঞ্জের এমবি নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএ’র বর্তমান সভাপতি। এ জোটের বাইরে তিনজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
তারা হলেন- বিজিএমইএ’র সাবেক পরিচালক ও ইয়াং ফর এভার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব চৌধুরী, জাহিন নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া এবং জেএস স্টাইল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।
নির্বাচন পরিচালনা করবেন বিকেএমইএ নির্বাচন কমিশনের চেয়ারম্যান সফিউল্লাহ চৌধুরী, সদস্য ওবায়দুর রহমান ও মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী।