ক্যানসার যোদ্ধাদের মিলনমেলা ও সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিও থেরাপি বিভাগ। ‘ক্যানসারের নেই এনসার’ সমাজে প্রচলিত এমন বাক্যকে ভুল প্রমাণ করেছেন রংপুর বিভাগের ক্যানসার যোদ্ধারা। সঠিক সময়ে চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার নজির গড়েছেন তারা। দুরারোগ্য ব্যাধি থেকে সুস্থ হওয়ায় পর শনিবার রংপুর বিভাগের ৮ জেলার ৫ শতাধিক ক্যানসার যোদ্ধা নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে মিলনমেলায় অংশ নেন। সেখানে তারা ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকার গল্প শোনান। আলোচনা সভায় ক্যানসার রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা এবং ক্যানসার সচেতনতা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিও থেরাপি বিভাগের প্রধান ডা. জাহান আফরোজা লাকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন রেডিও থেরাপি বিভাগের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, ডা. সরকার তানভীর জাহিদ, ডা. আরিফ হাসনাত, ডা. এরশাদুল, ডা. মনি রানী, ডা. সোহেলী বিনতে মোস্তফা মিষ্টি, ক্যানসার যোদ্ধা শিক্ষক সালমা ফেরদৌসী, মোনায়েমুল কবীর, নাজমুল হক, সহিবার রহমান প্রমুখ। তারা বলেন, সঠিক সময়ে ক্যানসার রোগ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করা হলে রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠেন। ক্যানসার আক্রান্ত রোগীদের শেষদিকে চিকিৎসা শুরু করলে তাদের সুস্থ করে তোলা সম্ভব হয় না। এ ছাড়া গ্রামের অনেক নারী-পুরুষ ক্যানসার আক্রান্ত হলেই মনে করেন মৃত্যু অবধারিত। এতে করে তাদের মনোবল ভেঙে যায়। অথচ সঠিক চিকিৎসা করে অনেক রোগী স্বাভাবিক জীবনে ফিরেছেন। ক্যানসার রোগীদের চিকিৎসায় আলাদা সরকারি হাসপাতাল নির্মাণ, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবস্থা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয় আলোচনা সভায়। এরপর একটি জনসচেতনতামূলক র্যালির উদ্বোধন করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সামসুজ্জামানসহ অন্যরা। র্যালিটি রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।