কুমিল্লার হোমনা ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ৬ হাজার ৩০০ শিক্ষার্থীর মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুরে হোমনা সরকারি উচ্চবিদ্যালয়ো অডিটোরিয়ামে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী।
হোমনা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (এফসিএস) এম নাসিমুল হাই, বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মো. মাইমুন কবির, উপব্যবস্থাপক মো. মোশারফ হোসেন। প্রধান অতিথি ময়নাল হোসেন চৌধুরী বলেন, বসুন্ধরা গ্রুপ প্রতি বছরই মাহে রমজানের আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআন শরিফ বিতরণ করে আসছে। এবারই প্রথম হোমনা উপজেলায় বিতরণ কার্যক্রম শুরু করেছে। এ বছর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ও হোমনার মোট ৪৩টি স্কুলে ৬ হাজার ৩০০ কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে। তিনি শিক্ষার্থীর উদ্দেশে বলেন, তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ, এ দেশ এগিয়ে নিতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রয়োজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান ও বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. চাঁন মিয়া সরকার প্রমুখ।