জাতীয় কবিতা পরিষদ পুরস্কার-২০২৫ পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। এবার জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে শিশুসাহিত্যে ‘ফয়েজ আহমেদ পুরস্কার’ পান কবি হাসান হাফিজ, কবিতায় কবি মতিন বৈরাগী এবং ‘জাতীয় কবিতা পরিষদ সম্মাননা পুরস্কার’ পান কবি জুলফিকার হোসেন তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ ইয়াসিনের মা শিল্পী আক্তার, শহীদ গোলাম নাফিজের বাবা মো. গোলাম রহমান, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা মো. আবুল হাসান ও শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আওয়াল ভূঁইয়া।