জাতীয় কবিতা পরিষদ পুরস্কার-২০২৫ পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। এবার জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে শিশুসাহিত্যে ‘ফয়েজ আহমেদ পুরস্কার’ পান কবি হাসান হাফিজ, কবিতায় কবি মতিন বৈরাগী এবং ‘জাতীয় কবিতা পরিষদ সম্মাননা পুরস্কার’ পান কবি জুলফিকার হোসেন তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ ইয়াসিনের মা শিল্পী আক্তার, শহীদ গোলাম নাফিজের বাবা মো. গোলাম রহমান, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা মো. আবুল হাসান ও শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আওয়াল ভূঁইয়া। কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন কবিতা পরিষদের উপদেষ্টা রাজনীতিক নূরুল ইসলাম মনি ও বিশিষ্ট ছড়াকার আবুল সালেহ, সহসভাপতি কবি শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কবি শাহীন রেজা প্রমুখ।
অনুষ্ঠানে কবি হাসান হাফিজ বলেন, ‘পুরস্কার এখন তিরস্কারের মতো হয়েছে। অনেক অযোগ্য, স্বাধীনতাবিরোধীরা অতীতে পুরস্কার পেয়েছেন। তবে কবিতা পরিষদের পুরস্কার বিতর্কিত নয়। তাই এই পুরস্কার আমি মাথা পেতে নিচ্ছি। তবে সবচেয়ে বড় পাওয়া, এই পুরস্কার জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাত থেকে গ্রহণ করেছি।’
জুলাই গণ অভ্যুত্থানের বিচারের দাবি জানিয়ে নিহত ইয়াসিনের মা শিল্পী আক্তার বলেন, আমরা কি বিচার পাব না? আসলে কি বিচার হচ্ছে? সাত মাসে তো সবাই ঘুমিয়ে পড়ছে। নতুন দল পাওয়ার জন্য মানুষ হাহাকার করছে, কেন ভোট হচ্ছে না সেটা বলছে, কিন্তু বিচারটা যে হচ্ছে না, সেটা নিয়ে কারও দরদ নেই। আসলে কী আমাদের নিয়ে কেউ ভাবছে?