রাজধানীর কামরাঙ্গীরচরে মো. আরিফ হাওলাদার (৩৫) নামে এক টিম্বার শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আরিফ হাওলাদারের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার পশ্চিম সোয়াগদল গ্রামে। তার বাবার নাম তৈয়ব আলী হাওলাদার। বর্তমানে তিনি পরিবারসহ কামরাঙ্গীরচর সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচর মাদ্রাসা ঘাট এলাকার মহিউদ্দিন টিম্বারে এ ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের ভাগ্নে হৃদয় সরদার জানান, আরিফ হাওলাদার দীর্ঘদিন ধরে মোবাইলের মাধ্যমে জুয়া খেলতেন এবং প্রচুর ঋণে জর্জরিত ছিলেন। কাজও ঠিকমতো করতেন না। এ নিয়ে পরিবারের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। আজ সকালে তিনি বাসা থেকে কাজের কথা বলে কর্মস্থলে যান এবং সবার অগোচরে কাঠের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ