রাজধানীর রামপুরায় যাত্রীবাহী বাসের চাপায় সাজিদ হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রামপুরার ডিআইটি রোডের ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহতাবস্থায় ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সাজিদ বাগেরহাটের কচুয়া থানার ছিটাবাড়ি গ্রামের রিকশা চালক নূর মোহাম্মদের ছেলে। তিনি রামপুরার একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় মোটরসাইকেল গ্যারেজ মালিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা