গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাদির উজ-জ্জামান জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ধীরাশ্রম এলাকায় ঢাকা- জয়দেবপুর রেললাইনের পাশে বসে ছিল ওই যুবক। একপর্যায়ে একটি ট্রেন ওই এলাকা অতিক্রম
করার সময় ওই যুবক রেললাইনের উপর মাথা দেয়। পরে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যায়। খবর পেয়ে
ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। নিহতের পরনে হাফ হাতা গেঞ্জি ও কালো রঙের জ্যাকেট রয়েছে।
এসআই নাদির উজ-জ্জামান জামান বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবক ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/মুসা