গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সহাকারী শিক্ষক মো. বসির উদ্দিনকে মারধর করার অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রাশেদুল ইসলাম রনি কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের জালশোকা গ্রামের আজিবরের ছেলে।
রবিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃৃবৃন্দের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় রবিবার রাতেই শিক্ষক বসির উদ্দিনের স্ত্রী সিফাত-ই মনোয়ার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে বসির উদ্দিন ও প্রধান শিক্ষক আনন্দ কুমার কথা বলছিলেন। এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে কয়েকজন বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করেন। তারা সহকারী শিক্ষক বসির উদ্দিনকে জোড়পূর্বক ধরে নিয়ে বিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এসময়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রিজভী আহমেদ সজিব বিষয়টি দেখতে পেয়ে রক্ষা করতে এগিয়ে যান। তখন তাকেও এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করা হয়। পরে বিদ্যালয়ের দপ্তরিসহ আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বিডি প্রতিদিন/এমআই