বগুড়া প্রফেশনালস ক্লাবের (বিপিসি) ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাঁটাবনের গ্লোরিয়াস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে বিপিসির সদস্যরা কেক কেটে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিসির তিনজন উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম মাইদুল ইসলাম, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসানাত আলী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ডি এম আতিকুর রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্য।
উপস্থিত সকল সদস্য বগুড়ার আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে বিপিসি কী ধরনের ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে আলোকপাত করেন। বগুড়ার নানা পেশাজীবীর সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান বিপিসি সদস্যরা বগুড়ার উন্নয়ন ও পেশাজীবীদের উৎকর্ষ সাধনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপিসির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট রিজভী আহমেদ। অনুষ্ঠানটি জমকালো নানা আয়োজনে সাজানো ছিল। চ্যানেল আই সেরাকণ্ঠখ্যাত সংগীত শিল্পী ম্যাক আপেল ও অন্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে বিপিসি-এর জন্মোৎসবের সমাপ্তি হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ৯ জানুয়ারি বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মবিন মাসুদ, সাংবাদিক মুঞ্জুরুল করিম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রিজভী আহমেদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বগুড়া প্রফেশনালস ক্লাব।
বিডি প্রতিদিন/জুনাইদ