চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকার উত্তর মুসলিমাবাদ সৈকত আবাসিক এলাকার জসিমের বিল্ডিংয়ে দিনে দুপুরে ডাকাতি করতে এসে জনতার চিৎকারে পালিয়ে গেল। তবে যাওয়ার সময় ভীতি ছড়াতে গুলি ছুঁড়ে দুইজন ডাকাত। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, একজন সাদা পায়জামা ও কালো পাঞ্জাবি এবং অন্যজন গেঞ্জি পরিহিত দুই যুবক দুপুরে তালা ভেঙে বাসায় ঢুকার চেষ্টা করছিল। এ সময় পার্শ্ববর্তীরা দেখে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। বাসাটির লোকজন ছুটিতে গ্রামের বাড়ি গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসার পর পুলিশকে তাদের পূর্ণাঙ্গ বিবরণ দেয়া হয়েছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ২৫-৩০ বছর বয়সী দুই যুবক ওই ভবনের দোতলার একটি ভাড়া ঘরে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে পড়েন। তারা পালানোর সময় কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে বলেও আমরা শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়ির মালিকের সাথেও কথা বলেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম