চট্টগ্রামে বিনোদন কেন্দ্রগুলো সাজছে নতুন সাজে। দীর্ঘদিনের দর্শনার্থী সংকট কাটাতে ঈদ মৌসুমের উপর ভরসা করছে এসব বিনোদন কেন্দ্রগুলো। সারা বছর দর্শনার্থী না থাকলেও ঈদ ও নানা ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় থাকে উপচেপড়া। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দর্শনার্থী টানতে তাই চলছে সাজসজ্জার কাজ। পাশাপাশি চলছে নানা অফারের মাধ্যমে দর্শনার্থী টানার প্রতিযোগিতা। নগরীর বেশিরভাগই বিনোদন কেন্দ্রে তাই চলচে আগাম ঈদ প্রস্তুতি।
জানা গেছে, ঈদে বাড়তি দর্শনার্থী আর্কষণ বাড়তি প্রস্তুতি নিয়েছে হচ্ছে ফয়’স লেক কর্তৃপক্ষ। ঈদ আনন্দের অংশ হিসেবে ফয়’স লেক এ্যামিউজমেন্ট পার্কে নতুন ছয়টি রাইড স্থাপনের কাজ চলছে। আর্কষণীয় এই রাইডগুলোর মধ্যে রয়েছে, স্কাই হুপার, মিডি ড্যান্স, কিডল হুইল, কিডল টাওয়ার, এয়ারবোন শট ও ফ্লাইং বাস। ঈদের প্রথম দিন অর্ধবেলা খোলা রাখায় ও ঈদের নামাজ খাবার দাবারের কারনে দর্শনার্থীর আগমন কম হয়। ঈদের দ্বিতীয় দিন সকাল নয়টা থেকে খোলা থাকবে পার্ক। এই পার্কে ঈদ উপলক্ষ্যে শিশু কিশোরদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, সপ্তাহ্যাপী ছোট ছোট কনসার্টের আয়োজন করে দর্শনার্থী আকর্ষণের চেষ্টা করছে ফয়’স লেক।
এছাড়াও চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রাম চিড়িয়াখানা, পতেঙ্গা নেভাল, সীতাকুণ্ড গুলিয়াখালী বীচ, আনোয়ারা পারকি সমুদ্র সৈকতসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে চলছে নানা প্রস্তুতি। দর্শনার্থী উপযোগী করা হচ্ছে এসব স্পট। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বিশেষ নজরদারি রাখবে ট্যুরিস্ট পুলিশও।
চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডাক্তার শাহাদাত হোসেন শুভ বলেন, ঈদকে ঘিরে চিড়িয়াখানার রংয়ের কাজ চলছে। পাশাপাশি চিড়িয়াখার প্রধান ফটকসহ অভ্যন্তরীন বিভিন্ন সড়কের কাজ করা হচ্ছে। দর্শনার্থী আকর্ষণ করতে সাজসজ্জা করা হচ্ছে। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা ও সুন্দর সময় উপহার দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি।
ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কের ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) বিশ্বজিৎ ঘোষ বলেন, গ্রীষ্মকালীন আবহাওয়ার কারনে ওয়াটার রাইড গুলোতে বেশি আগ্রহী শিশুরা। যেহেতু সী-ওর্য়াল্ডে দর্শনার্থীদের চাপ বেশী থাকে তাই এই ওয়াটার পার্কের সকল রাইডের টেকনিক্যাল বিষয় গুলো নিয়ে প্রস্তুতি চলছে। দর্শনার্থীর আগমন বেশি থাকলো ওয়াটার পার্কের পানি স্বচ্ছ রাখার প্রতি নজর রাখা হচ্ছে। ঈদের দ্বিতীয় দিন দশদিন পর্যন্ত ডিজে-শো থাকবে দর্শনার্থীদের জন্য। অনেকেই নৌ-যোগে লেক ভ্রমনের জন্য পার্কে আসেন। তাই নৌ ভ্রমণ সংক্রান্ত সকল নিরাপত্তা বিষয়ে পরিকল্পনা রাখা হচ্ছে। এছাড়াও বেইস ক্যাম্পে আগত পর্যটকদের জন্য সকল এক্টিভিটি যেন উপভোগ করতে পারে সে বিষয়ে বিশেষ ব্যবস্থা থাকছে ঈদের দিন থেকেই। ফয়’স লেক পার্কের সৌন্দর্য বাড়াতে এখন চলছে রঙ্গে রাঙ্গানোর কাজ সাথে বিশেষ পরিচ্ছন্নতার কর্মকান্ড।
বিডি প্রতিদিন/নাজমুল