চট্টগ্রামে শাক দেখিয়ে দেয়ার নাম করে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দিদারুল আলম নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে চট্টগ্রামের বোয়ালখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।
বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, শুক্রবার সকালে ভিকটিমকে পাশের জমিতে থেকে শাক আনার জন্য পাঠায় তার মা। সে শাক না চেনায় সেখানে থাকা দিদারুলকে জিজ্ঞেস করে। দিদারুল শাক দেখিয়ে দেয়ার কথা বলে একটি ঘরে নিয়ে ওই শিশুর স্পর্শকতার স্থানে হাত দেয় এবং জোর করে কাপড় খুলে ফেলে। ওই শিশু পালিয়ে এসে তার মাকে ঘটনা খুলে বলে। অভিযোগ পেয়ে রাতেই দিদারুলকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল