চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রত্যন্ত এলাকায় একটি ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন ঘিরে খুশির আমেজে ওই এলাকার প্রায় অর্ধলক্ষ মানুষ। স্বাধীনতার পর দীর্ঘ ৫৪ বছর ধরে বিভিন্ন সরকারের শাসনামলে দাবি জানিয়েও ব্রিজটি নির্মাণ করা যায়নি। ফলে ওই অঞ্চলের সাহেরখালী, মঘাদিয়া ও মায়ানী ইউনিয়নের মানুষ যাতায়াতে ভোগান্তি পোহাতেন। তবে রবিবার ব্রিজটির নির্মাণ কাজের উদ্বোধনের পর সেই কষ্ট লাঘবের প্রত্যাশা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা অসিম জলদাস, কৃষক আবদুল কাইয়ুমসহ অন্যান্যরা জানান, মুক্তিযুদ্ধের পর থেকে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি। দীর্ঘ এই সময়ে বাঁশের সাঁকোতে করে অবর্ণনীয় কষ্টে যাতায়াত করতে হতো এই অঞ্চলের মানুষের। আর বিকল্প পথে যেতে হলে সময় এবং খরচ দুটোই বেড়ে যায়। এখানকার সাগরমুখী জেলেসহ অনেকের একমাত্র যাতায়াতের মাধ্যম এই ব্রিজ। ব্রিজটির নির্মাণ এলাকাবাসীর জন্য অনেক আনন্দের।
বিএডিসি এর সিনিয়র সহকারি প্রকৌশলী তমাল দাশ জানান, ৩৩ মিটার দৈর্ঘ্যর ব্রীজটি নির্মাণে প্রথম ধাপে বাজেট হয়েছে ৮০ লাখ টাকা। নির্মাণ কাজের সময় নির্ধারণ করা হয়েছে ৩ মাস। কোন ধরনের দুর্যোগ না হলে নির্ধারিত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণকাজ শেষ হবে।
এদিকে রবিবার উপজেলার জয়নগর খালের উপর ব্রিজটি নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। এসময় তিনি বলেন, তিন ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ এই বাশের সাঁকো দিয়ে চলাচল করতো। পাঁচ আগস্টের পরে দেশের অনেক পরিবর্তন এসেছে। অবহেলিত কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করার জন্য বিএনপি মনযোগী। শীঘ্রই বাসের এই সাঁকোটি সেতুতে রূপান্তরিত হলে এলাকাবাসীর দুঃখ ঘুচবে।
এসময় অন্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, বিএডিসি সিনিয়র সহকারী প্রকৌশলী তমাল দাশ, উপসহকারী প্রকৌশলী জাহিদ হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী, নুর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম