চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় জ্যাকেট তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। শনিবার বিকাল পৌনে ৫টার দিকে এই আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম জেলার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। আগুন লাগার খবর পেয়ে কারাখানায় ছুটে এসেছে কর্মরতদের আত্মীয়-স্বজনরা।
ফায়ার সার্ভিসের সাথে পুলিশ, রেড ক্রিসেন্ট ও স্কাউট দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত