চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের জরুরি সেবার জন্য চালু হয়েছে অ্যাম্বুলেন্স সেবা।
বুধবার সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে এ সেবা চালু হয়।
এ সেবার উদ্বোধন করেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল ইসলাম হাসান, বিমানবন্দরের বিশেষ শাখার পুলিশ সুপার কামরুল ইসলাম, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টাস্কফোর্সের কমান্ডার উইং কমান্ডার রেজাউল হক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের জিএসও-টু স্কোয়াড্রন লিডার তারিক আজিজ মৃধা, সিভিল অ্যাভিয়েশনের সহকারী পরিচালক (ফায়ার) আবু মোহাম্মদ ওমর শরীফ প্রমুখ।
অনুষ্ঠানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বলেন, “মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে আসা অনেক আন্তর্জাতিক ফ্লাইটে জরুরিভাবে অ্যাম্বুলেন্স সেবার প্রয়োজন হয়। এসব প্রবাসীর জন্য অ্যাম্বুলেন্স সেবা অনেক কার্যকর একটি উদ্যোগ। এমন আন্তরিক উদ্যোগের জন্য ব্র্যাককে ধন্যবাদ জানাই।”
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের অ্যাসোসিয়েট ডিরেক্টর শরিফুল ইসলাম হাসান বলেন, “বাংলাদেশের যে জেলাগুলো থেকে সবচেয়ে বেশি লোক বিদেশে যায় চট্টগ্রাম তার শীর্ষে। তবে অনেক মানুষ যেমন বিদেশে যায় তেমনই শূণ্য হাতে অনেকে দেশে ফেরে। তাদের কল্যাণে আমরা প্রথমে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ শুরু করি। গত পাঁচ বছর ধরে পরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমাবন্দরেও সেই কাজ চলছে। এরই ধারাবাহিকতায় অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।”
বিডি প্রতিদিন/একেএ